রাসূল ﷺ এঁর মুজিযা

🌹পবিত্র দন্ত মোবারকের মুজিযা🌹 ★১.হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত,”নবী করীম (ﷺ) যখন হাসতেন,তখন পবিত্র দাঁত সমূহ থেকে নূর বের হত,যা দ্বারা দেয়াল আলোকিত হয়ে যেত।" 🌴🌙দলিল🌴🌙 *(ক.) খাসায়েসুল কোবরাঃ ১/­১৩৬পৃঃ, হাদিসঃ ৪০০ *(খ.) দালায়েলুন নবুয়তঃ২/১৪৮পৃঃ *(গ.) মাযমাউয যাওয়াইদঃ৮/২৭৯পৃঃ *(ঘ.) জামিউল ওয়াসায়েলঃ২/১৫পৃঃ *(ঙ.) সিরাতে হালবিয়্যাহঃ৩/৪৬৮পৃঃ ★২. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন,"রাসুল (ﷺ) এঁর সামনের … Continue reading রাসূল ﷺ এঁর মুজিযা

হযরত আবূ হুরায়রাহ্ (রা:) কে স্মৃতি শক্তি দান করা

হযরত আবূ হুরায়রাহ্ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে স্মৃতি শক্তি দান করা,নবীজির এক অনন্য মু’জিযা দরবারে রিসালতের সুরভিত গোলাফ।প্রিয় সাহাবী হযরত আবু হোরায়রা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু নিজের স্মৃতি শক্তির দূর্বলতার অভিযোগ করলেন, ইয়া রাসূলাল্লাহ্! প্রতি নিয়ত সর্বদা আপনার নূরানী জবান মুবারকের অসংখ্য অমূল্য বাণী শুনতে পাই। তবে সবকিছু স্মরণে থাকেনা,ইয়া রাসূলাল্লাহ্ আমার স্মৃতি শক্তির জন্য দু‘আ করুন।হাদিস … Continue reading হযরত আবূ হুরায়রাহ্ (রা:) কে স্মৃতি শক্তি দান করা

রাসূল ﷺ দেখতে কেমন ছিলেন?

👏হযরত বারা ইবনে আযেব (রা)-কে জিজ্ঞেস করা হয়েছিলো,নবী করীম (ﷺ)-এঁর চেহারা কি তলোয়ারের মতো ছিলো? তিনি বললেন, না; বরং তাঁর চেহারা ছিলো চাঁদের মতো।অপর এক বর্ণনায় রয়েছে, নবী করীম (ﷺ) এঁর চেহারা ছিলো গোলাকার। তিঁনি চাঁদের চেয়েও অধিক সুন্দর। আবদুল্লাহ ইবনে কাব বলেন, যখন রাসূল (ﷺ) উৎফুল্ল হতেন তখন তার মুখ-মন্ডল ঔজ্জ্বল্যের কারণে চমকাতে থাকত। … Continue reading রাসূল ﷺ দেখতে কেমন ছিলেন?

রাসূল ﷺ এঁর ঘাম মোবারক সাহাবারা আতর রুপে ব্যবহার করতেন

★১. হযরত উম্মে সুলাইমান (রাঃ) বলেন, হুযুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসল্লাম দ্বিপ্রহরে আমাদের ঘরে তশরীফ এনে বিশ্রাম নিতেন । বিশ্রামকালে তাঁর দেহ মোবারক থেকে ঘাম মুবারক নির্গত হয়ে বিছানা ভিজে যেত।আর আমি সে ঘাম মুবারক একত্রিত করতাম, একদা নবীজী আমাকে জিজ্ঞাসা করলেন- হে উম্মে সুলাইমান তুমি কি করছো ? আমি বললাম-ইয়া রাসূলাল্লাহ! আঁপনার পবিত্র ঘাম … Continue reading রাসূল ﷺ এঁর ঘাম মোবারক সাহাবারা আতর রুপে ব্যবহার করতেন

নবিজী চাঁদের চেয়েও সুন্দর!

♦সহীহ হাদিসের আলোকে নবিজীর দেহমোবারকের দেহমোবারকের গঠনের বিবরণ : রাসুল (ﷺ) এঁর আকার-আকৃতি বিষয়ক তথ্যগুলো বুখারী ও মুসলিম শরীফের হাদিসের বর্ণনা অনুযায়ী দেখানোর চেষ্টা করবো।অন্যান্য কিতাবের হাদিস প্রকারন্তরে বুখারী মুসলিমেরই হাদিস। এমনকি শামায়েলে তিরমিযীর সহীহ হাদিসগুলোও বুখারী এবং মুসলিমের হাদিসের সাথে শাব্দিক বা অর্থগত দিক থেকে মিল রাখে। *(ক.) বারা ইবনে আযেব (রা:) বলেন,‘রাসুল (ﷺ) … Continue reading নবিজী চাঁদের চেয়েও সুন্দর!

নবিজীর চুল ও নখ মোবারক বরকতের উচিলা

♦রাসূল (ﷺ)-এঁর চুল ও নখ মোবারক সাহাবীদের মধ্যে বন্টন করা ও তা নিতে সাহাবীরা উদগ্রীব থাকতেন। ****দলিল**** *১. আল-খাসায়েসুল কুবরা-১১৭ *২. ইবনে খুজাইমা-২৯২৮ *৩. ইবনে হিব্বান-৩৮৭৯ *৪. মুসাতাদরাকে হাকেম-১৭৪৩ 👏নবীজী (ﷺ) আবূ তালহা আল আনসারীকে ডেকে এনে তা (চুলগুলো) দিলেন। সাহাবীদের বন্টন করে দাও বরকতের জন্যঃ وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِىَّ ﷺ أَتٰى مِنًى فَأَتَى الْجَمْرَةَ … Continue reading নবিজীর চুল ও নখ মোবারক বরকতের উচিলা

নবিজীর রক্ত পান করে সাহাবি হল জান্নাতি

♦সাহাবীর রক্ত পান সম্পর্কিত ঘটনা: প্রবাহিত রক্ত পান করা হারাম-সূরা-আনআম-১৪৫) রক্ত অপবিত্র (মুসলিম শরীফ)।কিন্তু আব্দুল্লাহ বিন যুবায়ের (রাঃ) কর্তৃক রাসূল (ﷺ)-রক্ত পান করার ঘটনা। অতপর রাসূল (ﷺ) তাকে বেহেশতের সু-সংবাদ দিয়েছেন। *****দলিল***** *১. মুস্তাদরাকে হাকেম-৩/৫৫৩ *২. সুনানুল কুবরা লিল বায়াহাকী- ৭/৬৭ *৩.সিয়ারু আলামিন নুবালা-৩/৩৬৬ *৪.মাযমাউজ যাওয়াদ-৮/২৭০ *৫. কানযুল উম্মাল-১৩/৪৬৯ *৬. আল খাসায়েলুল কুবরা লিসসুয়ুতী-২/২৫২ *৭. … Continue reading নবিজীর রক্ত পান করে সাহাবি হল জান্নাতি

নবিজীর ঘাম মোবারক সাহাবারা আতররুপে ব্যবহার করতেন (খ)

★১. হযরত উরওয়া বিন মাসউদ (রাঃ) হতে বর্নিত, তিনি বলেন-"যখনই প্রিয় নবী (ﷺ) থুথু মোবারক ফেলতেন,সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ না কেউ তা হাতের মধ্যে নিয়ে নিতেন এবং থুথু মোবারক মুখে ও শরীরে মালিশ করে নিতেন।" [বুখারী শরীফ,১ম খন্ড,অযু অধ্যায়, ১৬৮ পরিচ্ছেদ] ★২. রাসূল (ﷺ) এঁর ঘাম মাটিতে পড়ার আগেই সাহাবায়ে কেরাম স্বীয় হাতে নিয়ে নিতেন। … Continue reading নবিজীর ঘাম মোবারক সাহাবারা আতররুপে ব্যবহার করতেন (খ)