সায়্যিদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া)

🌻 সায়্যিদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া) শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত।নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘সায়্যিদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠতম দোআ) হল বান্দার এই বলা যে, ‘আল্লা-হুম্মা আন্তা রাব্বি...শেষ পর্যন্ত"। যে ব্যক্তি দিনে (সকাল) বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ দুআটি পড়বে অতঃপর সে সেই দিনে সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে, সে … Continue reading সায়্যিদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া)

দৈনন্দিন জীবনে তাওবা ও দোয়ার গুরত্ব

♦দৈনন্দিন জীবনে তাওবা ও দোয়ার গুরত্ব-১০ম পর্ব[10- [পবিত্র হাদিস শরীফ থেকে] ★৮১. প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ্ তা‘আলা নিজ বান্দাদেরকে তাদের কার কি মিনতি আছে তা পূরণের জন্য আহ্বান করতে থাকেন। যেমন হাদীসে বর্ণিত আছে- عن ابى هريرة رضى الله عنه اَنَّ رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربّنا تبارك وتعالى كل ليلة … Continue reading দৈনন্দিন জীবনে তাওবা ও দোয়ার গুরত্ব

তাওবা ও দোয়ার গুরুত্ব

♦দৈনন্দিন জীবনে তাওবা ও দোয়ার গুরত্ব-৬ষ্ট পর্ব[6-9] [পবিত্র হাদিস শরীফ থেকে] ★৪১. দোয়াই হচ্ছে ইবাদতের মূল ١٥-عن أَنسٍ رضي اللَّه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: “الدُّعَاءُ مُخُ‏ الْعِبَادَةِ অনুবাদ: হযরত আনাস বিন মালেক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন যে,দোয়া হচ্ছে ইবাদাতের মগজ (মূল)। ******দলিল****** *(ক.) তিরমিযী ,৫/৪৫৬,হাদিস   ৩৩৭১ *(খ.) দায়লামী ২/২২৪, হাদিসঃ   ৩০৮৭ *(গ.) … Continue reading তাওবা ও দোয়ার গুরুত্ব

তাওবা ও দোয়ার গুরত্ব

♦দৈনন্দিন জীবনে তাওবা ও দোয়ার গুরত্ব-১ম পর্ব[1-5] ★১. তাওবা (توبة) শব্দের তা (تا) বর্ণে যবর ওয়া (واو) বর্ণে সুকুন যোগে গঠিত হয়। আভিধানিক অর্থ পাপ থেকে ফিরে আসা,প্রত্যাবর্তন করা,প্রত্যাগমন করা ইত্যাদি। বিশেষ পদে অর্থ অনুতাপ, অনুশোচনা। ড. মুহাম্মদ ড. হামিদ সাদিক বলেন: التوبة: مصدر تاب ، الرجوع عن الذنب الندم على فعل الذنب ، وعقد … Continue reading তাওবা ও দোয়ার গুরত্ব